সর্বশেষ

আইন-আদালত

ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান ৭ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর গুলশানে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এক ভ্যানচালকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপপরিদর্শক আব্দুস সালাম, সিদ্দিকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগের দিন, মঙ্গলবার বিকেলে রাজধানীর বেইলি রোড এলাকায় একদল যুবক অভিনেতা সিদ্দিককে মারধর করে তাকে রমনা থানায় সোপর্দ করেন। পরে ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ সরকারের সময় ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনের মনোনয়ন চেয়েছিলেন, তবে কখনোই তা পাননি।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন