নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার, অটোভ্যান উদ্ধার

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাইকৃত একটি অটোচার্জার ভ্যান, বেশ কিছু ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৩ এপ্রিল রাতে সাপাহার উপজেলার ইলিমপুর এলাকায় সাদিকুল ইসলাম নামে এক চালকের অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে সাপাহার থানায় একটি মামলা দায়ের হয়। এর দুই দিন পর, ২৫ এপ্রিল রাতে পোরশা উপজেলার মশিদপুর এলাকায় একইভাবে আরও একটি অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে পোরশা থানায় আরেকটি মামলা রুজু করা হয়।
এই দুটি ঘটনার তদন্তে জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ারের নির্দেশনায় জেলা ডিবি পুলিশের একাধিক টিম রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযান চালিয়ে দুই ছিনতাইয়ের সঙ্গে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নওগাঁর পোরশা উপজেলার সোভাপুর গ্রামের আব্দুল জব্বার, সাপাহার উপজেলার ধবলডাঙ্গা গ্রামের সেলিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পাথরপূজার গ্রামের নুরুজ্জামান, মান্দা উপজেলার উত্তর কাঞ্চন গ্রামের শহিদ খান ও কাওছার আলী মৃধা, কালিকাপুর গ্রামের মতিন মোল্লা, কামারকুড়ি গ্রামের জিয়াউর রহমান এবং শ্রীরামপুর গ্রামের আজিজুল মণ্ডল।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মান্নানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
১২৯ বার পড়া হয়েছে