একনেক সভায় ২৪ হাজার কোটি টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ২৪ হাজার ২৪৭ কোটি টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে।
এর মধ্যে সরকারি অর্থায়ন থাকছে ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, বৈদেশিক ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে আসবে ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।
সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে প্রায় ১৩ হাজার ৫৭০ কোটি টাকা ব্যয়ে 'বে টার্মিনাল নির্মাণ' প্রকল্পটি অনুমোদিত হয়েছে। এ ছাড়া অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পও একনেকের অনুমোদন পেয়েছে।
সরকার বলছে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
১৪৮ বার পড়া হয়েছে