সর্বশেষ

জাতীয়জাতীয় নির্বাচনে অংশ নিতে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
আজ উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০১ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়িয়েছে ৯৮ হাজার
বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান : ইতালির সঙ্গে সম্মতিপত্র স্বাক্ষর
সারাদেশটাঙ্গাইল মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ জনের মৃত্যু, আহত ৩
আন্তর্জাতিকমস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, ৭ জনের মৃত্যু
খেলাএবারের আইপিএল নিলামে থাকছেনা পাঁচ তারকার উপস্থিতি
জাতীয়

চাহিদা মেটাতে রমজানেই আসছে ৪ কার্গো এলএনজি : বিদ্যুৎ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২ মার্চ, ২০২৫ ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
রমজান মাসে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা পূরণের জন্য এবং লোডশেডিং এড়াতে সরকারের পক্ষ থেকে ৪টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির উদ্যোগ নেয়া হয়েছে, এমনটি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (২ মার্চ) আসরের নামাজের পর রাজধানী ঢাকার সার্কিট হাউজ জামে মসজিদের সামনে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, “রমজানে ৪টি অতিরিক্ত এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছি এবং আশা করছি, ইনশাআল্লাহ, রমজান মাসে কোনো লোডশেডিং হবে না।”

তিনি আরও উল্লেখ করেন যে, বিদ্যুতের জন্য ব্যবহৃত গ্যাসের মজুদ ক্রমাগত হ্রাস পাচ্ছে। তাই বৈদেশিক মুদ্রা ব্যবহার করে এলএনজি আমদানি করা হচ্ছে। তিনি বলেন, “এবারের রমজান গরমের সময় হবে, যেখানে সেচকার্যের জন্য বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পাবে। শীতে আমাদের বিদ্যুতের চাহিদা ৯ থেকে ১০ হাজার মেগাওয়াট হলেও গরমের সময় তা ১৭ থেকে ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে। এর মধ্যে প্রায় দুই হাজার মেগাওয়াট সেচ কাজে ব্যয় হয়, যেটা বন্ধ করা যাবে না, কারণ খাদ্য উৎপাদন এর উপর নির্ভর করে।”

এছাড়া, উপদেষ্টা শীতল একক নিয়ন্ত্রণ ও অতিরিক্ত আলোকসজ্জার জন্য ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে বলেন, “এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা উচিত। এটি মানুষকে স্বাচ্ছন্দ্যে ইবাদাত করার জন্য এক সুস্থতর তাপমাত্রা।” তিনি ইমাম এবং মুসল্লিদের কাছে বিশেষভাবে অনুরোধ করেন ২৫ ডিগ্রিতে এসির তাপমাত্রা রাখার জন্য, যা মালয়েশিয়াতেও প্রচার করা হয়েছে।

তিনি বাসা-বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় না করার জন্য ও শপিংমল এবং জুয়েলারি শপে অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্য সবাইকে সচেতন করার অনুরোধ জানান।

বিদ্যুৎ চুরি নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, “শুধু বিদ্যুৎই নয়, গ্যাসও চুরি হয়। আমরা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছি এবং বিদ্যুতের অবৈধ সংযোগ বন্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছি।” তিনি এও বলেন যে, বিদ্যুৎ চুরির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, উপদেষ্টা সেখানে আসরের নামাজ আদায়ের পর মুসল্লিদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

৩২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন