সর্বশেষ

মতামত

স্মৃতি লিখন: কবি সৈয়দ আবদুস সাদিক

কবি মাহফুল আখতার
কবি মাহফুল আখতার

বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ৬:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কবি সৈয়দ আবদুস সাদিক লিখতেন ভিন্নমাত্রার সূক্ষ্ম প্রতিবাদী কবিতা। প্রেমের কবিতায় তাঁর জুড়ি সমসাময়িক কারো ছিল বলে আমার জানা নেই।এখনো প্রায়ই প্রেমের কবিতা মুখবইয়ে দেখে কমেন্ট কি লিখবো দ্বিধাদন্দে পড়ে যেতাম। লেখালেখিতে তার ভিন্নমাত্রা নিজস্ব উৎকর্ষ বৈশিষ্ট্যের জানান দিতো।

আমরা একজন মানুষ ফুরিয়ে গেলে তার স্মৃতির বাহনে যতটা যন্ত্রণাকাতর হই।জীবদ্দশায় এসব গুণী মানুষের কদর করতে ও সম্মাননা জানাতে পারিনা। বরেণ্য মানুষগুলো সে কষ্ট লালন করতে করতে একদিন জীবন প্রদীপ নিভে যায়। আসলে আমাদের উচিত সৃষ্টিশীল মানুষকে তাঁর জীবদ্দশায় তাঁর সৃজনশীলতার স্বীকৃতি ও সম্মান জানানো।


এখন ছোট ছোট গৃহ থেকে সম্মাননা পদক দেয়া হচ্ছে। কেউ কেউ এর বিপক্ষে থাকলেও আমি পক্ষে। বিশেষ করে এই কারণে যে, লেখকগণ জন মানুষের কদর, পাঠকের অনুভূতি ও ভালোবাসা জানতে পারেন। সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

৪৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন