সারাদেশ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদের নির্বাচনী পথসভায় হামলার ঘটনা ঘটেছে।
হাতিয়ায় নির্বাচনী পথসভায় হান্নান মাসউদের ওপর হামলা, আহত ৩
আব্দুর রহিম, নোয়াখালী
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ২:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদের নির্বাচনী পথসভায় হামলার ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে পথসভা চলাকালীন বিএনপি সমর্থকরা গোপনভাবে ইটপাটকেল ছুড়ে হামলা চালায়। হামলার ফলে অন্তত ৩ জন আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল একই বাজারে তমরুদ্দি ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতাদের নেতৃত্বে এনসিপির নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় দলীয় সূত্রে জানানো হয়েছে, বিএনপি নির্বাচনী পরিবেশ নষ্ট করে ভোটকেন্দ্র দখল ও ভোট কারচুপি করার উদ্দেশ্যে এ ধরনের সহিংসতা চালাচ্ছে।
১০৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন