ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ২:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রার্থী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে চকরিয়া পৌর এলাকায় গণসংযোগ করেছেন।
প্রচারণার শুরুতে তিনি প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের করব জিয়ারত করেন। এরপর তিনি পৌরসভার বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া, হিন্দু পাড়া, আমাইন্নারচর হালকাকারাসহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এই সময় নারী ও পুরুষ উভয় শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।
পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, 'আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। ভোট দিয়ে ধানের শীষে সমর্থন দিলে গণতান্ত্রিক অধিকার সংরক্ষিত হবে এবং শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে।' তিনি আরও উল্লেখ করেন, 'ভবিষ্যতে যেন কেউ ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, এজন্য এবার সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি।'
তিনি বিএনপির অবদানও স্মরণ করিয়ে দিয়ে বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে।'
চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়জী, পৌরসভা সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দও গণসংযোগে উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমদ ভোটারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
১০৪ বার পড়া হয়েছে