মুন্সীগঞ্জে দুই শীর্ষ সন্ত্রাসী ও বিপুল পরিমাণ মাদক জব্দ
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ২:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
অভিযানটি শনিবার ভোর আনুমানিক ৫টায় লৌহজংয়ের মেদেনীমন্ডলের যশলদিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়।
আটককৃতরা হলেন নুরুল আমিন বুলেট (৩৭) ও সুকুমার হাওলাদার (৩৮)। তারা দুজনেই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযানে তাদের হেফাজত থেকে একটি অবৈধ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, পাঁচ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, দুটি দেশীয় ধারালো অস্ত্র এবং ১৪ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপস অফিসার জানান, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে অভিযানটি পরিচালিত হয়েছে এবং অভিযান শেষে আটক ব্যক্তিদের লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অফিসার আরও বলেন, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী অব্যাহতভাবে কাজ করছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে অপরাধ দমন ও সন্ত্রাস প্রতিরোধে বিশেষ অভিযান চলমান থাকবে।
১৫৯ বার পড়া হয়েছে