১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যালেটের মাধ্যমে জনগণ জবাব দেবে : তারেক রহমান
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ২:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ এখন জানতে চায় কোন দল দেশের জন্য, মানুষের জন্য কী করতে চায়। বিএনপি ইতিমধ্যেই সেই পরিকল্পনা জাতির কাছে তুলে ধরেছে।
শনিবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, 'মানুষ যার প্রতি ভরসা রাখে, যাকে কাছে পায়, সেই দলই দেশের একমাত্র শক্তি। জনগণের অধিকার রক্ষায় আমরা কাজ করছি। যারা নানা জুলুম ও অত্যাচারের মাধ্যমে আমাদের অধিকার কেড়ে নিয়েছে, তাদের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ব্যালেটে জনগণ জবাব দেবে।'
তিনি আরও বলেন, নতুন শিল্প পার্ক ও কৃষি নির্ভর শিল্প স্থাপন করে দেশের বেকার সমস্যা সমাধান করতে হবে। সিরাজগঞ্জ-পাবনার তাঁত পণ্য বিশ্ববাজারে রপ্তানি করতে চাই। নারী শিক্ষার আধুনিকায়ন এবং কর্মমুখী করার লক্ষ্যে প্রতিটি নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত এবং সার, বীজ ও কিটনাশকের বরাদ্দে মধ্যস্বত্তভোগীদের প্রভাব রোধে কৃষি কার্ড প্রদান করা হবে।
তারেক রহমান বলেন, 'যে ছেলে-মেয়েরা প্রতিভা দেখাবে, তাদের ক্রীড়া সহ সকল ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ দেওয়া হবে। ধানের শীষ বিজয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকে আমরা এসব কাজে হাত দেব। এজন্য সকলকে একযোগে কাজ করতে হবে।'
তিনি দেশের স্বাধীনতা ও জুলাই আন্দোলনের শোকস্মৃতিও স্মরণ করিয়ে দিয়ে বলেন, 'যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদান ভুলবার নয়। এখনও নানা রকম অপতৎপরতা চলছে, যা ১৯৭১ সাল থেকে অব্যাহত।'
জনসভায় জেলা বিএনপির সভাপতি রোমানা মাহবুবের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ড. এম.এ. মুহিত বক্তব্য রাখেন।
১০৭ বার পড়া হয়েছে