কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমানজনিত কারণে যুবকের আত্মহত্যা
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ১:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমানের কারণে ওমর ফারুক ওরফে বায়জিদ (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার বিকাল সাড়ে তিনটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের ভাড়াটিয়া বসতঘর থেকে তার গলায় ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, মৃত বায়জিদ রজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রায় এক বছর আগে তিনি একই ইউনিয়নের ইটাবাড়িয়া গ্রামের নাহিদা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে এক সপ্তাহ আগে তার স্ত্রী নিখোঁজ হন এবং এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
ঘটনার দিন দুপুরে ঘরে শুধুমাত্র বায়জিদ ও তার মা ছিলেন। এই সময় তিনি নিজের কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগ, স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে অন্যের সঙ্গে পালিয়ে যাওয়ায় বায়জিদ অভিমানে এই পদক্ষেপ নেন।
কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১০৬ বার পড়া হয়েছে