কুড়িগ্রামে র্যাবের বিশেষ অভিযানে ধরা পড়ল ১৫ কেজি গাঁজা
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ১:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের চিলমারীতে এক বিশেষ অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। অভিযানে মোট ১৫.৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী শনিবার (৩১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত শুক্রবার রাতে চিলমারী থানার ৩নং থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড়স্থ রেল ক্রসিং এলাকায় পরিচালিত চেকপোস্টে এক ট্রাক তল্লাশি করা হয়। এ সময় চালক ও সহকারীর সিটের নিচে বিশেষভাবে লুকানো ১৫.৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের মোঃ আজিজুল হক, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার ইসমাইল হোসেন এবং নলুয়া গ্রামের মোঃ নবীর আলীকে আটক করা হয়।
র্যাব-১৩ কর্মকর্তারা জানান, অভিযানে আটক মাদক ব্যবসায়ীদের চিলমারী থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে।
১০৫ বার পড়া হয়েছে