শেরপুরে অনুষ্ঠিত হলো শাহরিয়ার রিপন স্মৃতি দাবা প্রতিযোগিতা
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ১:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
শেরপুরে আলোকচিত্রী শাহরিয়ার রিপন স্মৃতির উদ্দেশ্যে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারের হলরুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রভাষক শফিউল আলম চাঁন।
শাহরিয়ার তানজিম ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক মান অনুযায়ী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শেরপুর ও জামালপুর জেলার মোট ৬২ জন দাবারু অংশগ্রহণ করেন। বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধারীদের ট্রফি, মেডেল এবং প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়াও দশম স্থান পর্যন্ত অংশগ্রহণকারীদের মেডেল ও প্রাইজমানি দেওয়া হয়, এবং বাকিদেরকেও অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে মেডেল প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য মোঃ আতিউর রহমান স্বপন, মিজানুর রহমান সিটি, আসিফ আদনান অভি, আরিক আহমেদ শাহরিয়ার ও রিজভী আহমেদ।
এর আগে ৩০ জানুয়ারি শুক্রবার রাতে শহরের ‘নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস’ এর হারমনি হলরুমে প্রতিযোগিতা উপলক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, এবং আয়োজক কমিটির পক্ষ থেকে সংবাদ ব্রিফিং দেন মোঃ আতিউর রহমান স্বপন।
প্রতিযোগিতার পুরো ব্যবস্থাপনা করেছে নির্ঝর চাইনিজ এন্ড কাবাব ডিস ও শাহরিয়ার তানজিম ফাউন্ডেশন।
১০৬ বার পড়া হয়েছে