টাঙ্গাইলে শাহীন ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলে শাহীন ইসলামিক স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, মডেল জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নূর মোহাম্মদ, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. কামরুজ্জামান এবং শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
১০৩ বার পড়া হয়েছে