কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক সপ্তাহের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক সপ্তাহের ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের দফাদার শাহজালাল হাওলাদার (৪৭) এবং তাঁর পিতা হায়দার আলী (৭০)। গত ২৩ জানুয়ারি শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কের উমেদপুর কালভার্ট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহজালাল হাওলাদার তাঁর পিতাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ভাগনের বিয়েতে যোগ দিতে লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রাম থেকে চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে উমেদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে পিতা–পুত্র উভয়েই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহজালাল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় হায়দার আলীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এ পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় টানা এক সপ্তাহ জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হায়দার আলীও মৃত্যুবরণ করেন। বাবা-ছেলের এমন করুণ মৃত্যুতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
এদিকে দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্য নিহত হলেও সংশ্লিষ্ট বাস কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা বা ক্ষতিপূরণের আশ্বাস পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে নিহতদের পরিবার।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে এ ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবার কোনো মামলা দায়ের করেনি। পরিবার চাইলে মামলা করতে পারে এবং মামলা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১০৬ বার পড়া হয়েছে