টাঙ্গাইলে সালাউদ্দিন টুকুর কোনো বিকল্প নেই: আব্দুস সালাম
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৮:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মতো যোগ্য ও গ্রহণযোগ্য নেতার কোনো বিকল্প টাঙ্গাইলে নেই।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে শাহীন ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় টাঙ্গাইলের মানুষ তার কর্মকাণ্ড ও পারিবারিক পরিচয় সম্পর্কে অবগত। তিনি জানান, প্রায় ২০ বছর ধরে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন। তার বা তার পরিবারের বিরুদ্ধে কখনো অনিয়ম কিংবা অপকর্মের অভিযোগ ওঠেনি বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের পরিবার সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছে উল্লেখ করে পিন্টু বলেন, টুকুও নির্বাচিত হলে টাঙ্গাইলে উন্নয়ন ও সুশাসনের দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন।
বক্তব্যে তিনি বলেন, অতীতে টাঙ্গাইল থেকে মান্নান, মাহমুদুল হাসান ও আব্দুর রহমানের মতো যোগ্য ব্যক্তিরা মন্ত্রী ছিলেন। সেই মানের একজন যোগ্য সংসদ সদস্য টাঙ্গাইলের উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন। সে বিবেচনায় সুলতান সালাউদ্দিন টুকুই টাঙ্গাইলের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সুলতান সালাউদ্দিন টুকুকে বিজয়ী করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
১২৩ বার পড়া হয়েছে