চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির উপকরণ উদ্ধার করেছে র্যাব-৫, সিপিসি-১। উদ্ধারকৃত এসব বিপজ্জনক সামগ্রী পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর অধীন সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে গান পাউডার ছাড়াও ককটেল তৈরির বিভিন্ন উপকরণ, লোহার পাইপ, বৈদ্যুতিক তার, ব্যাটারি ও বিভিন্ন কেমিক্যাল উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক ধারণা, এসব সামগ্রী ব্যবহার করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হতে পারত। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে