শীত মৌসুমে পর্যটকের ঢল, প্রাণ ফিরে এসেছে রাঙামাটিতে
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার রাঙামাটিতে পর্যটকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জেলার দর্শনীয় স্থানগুলোতে দিনভর মানুষ ভ্রমণে ব্যস্ত থাকায় পর্যটন খাত চাঙ্গা হয়ে উঠেছে।
শীতের মাঝারি তাপমাত্রা ও মনোরম প্রাকৃতিক পরিবেশ ভ্রমণপ্রেমীদের জন্য অনুকূল অবস্থার সৃষ্টি করেছে।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদ, পাহাড়ি ঝিরি ও ঝরনা, নৃ-গোষ্ঠীর জীবনধারা এবং ঘন বনানীসহ রাঙামাটি পুরোপুরি প্রকৃতির কোলে মগ্ন থাকার এক অনন্য সুযোগ প্রদান করছে। কাপ্তাই হ্রদে নৌবিহারে অংশ নিয়ে পর্যটকেরা আনন্দে মাতোয়ারা হচ্ছেন।
ঢাকা থেকে আগত অনিল বিশ্বাস দম্পতি বলেন, 'দেশে এত সুন্দর পরিবেশ আছে, এখানে না আসলে কেউ বুঝতে পারবে না।' নোয়াখালির শাহীন জানান, “সারাদিন কাপ্তাই হ্রদে ঘুরে যে আনন্দ পেয়েছি তা বলার মতো নয়।” তবে পর্যটকরা আরও উন্নত সুযোগ-সুবিধার দাবি জানান।
রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলক বিকাশ বলেন, 'রাজনৈতিক ও প্রাকৃতিক পরিবেশ ভালো থাকায় পর্যটকের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।'
জেলায় পর্যটনের প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে ঝুলন্ত সেতু, শুভলং ও ঘাগড়া ঝর্ণা, পুলিশ পলওয়েল পার্ক, সেনাবাহিনী পরিচালিত আরণ্যক রিসোর্ট, সাজেক ভ্যালি, কাপ্তাই-আসামবস্তি সড়কসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যটন কেন্দ্র। শীতের আগমনে এসব কেন্দ্র বিশেষভাবে সাজানো হয়েছে পর্যটক আর্কষণের জন্য।
১৪৪ বার পড়া হয়েছে