ফেনীতে ডা. শফিকুর রহমানের জনসভা: যোগ্য নেতৃত্বের প্রতিশ্রুতি
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ২:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, 'যুবকের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না, তাদের যোগ্য কাজের সুযোগ দিতে চাই। আমাদের লক্ষ্য যোগ্য সন্তানরাই নেতৃত্বে আসুক এবং অতীতের পরিবারতান্ত্রিক শাসনকে বাতিল করা হোক।'
ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনীর তিনটি আসনে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, 'শীতের দিনে কেউ মাথা গরম করবেন না। কিছু জায়গায় মা-বোনদের উপর হামলা হচ্ছে, কিন্তু আপনাদেরও মা-বোন আছে। তাদের সম্মান করলেই আপনারাও সম্মানিত হবেন। অপমান সহ্য করা হবে না। কিছু এলাকায় আমাদের ভাইদের হত্যা হচ্ছে, তাদের সতর্ক করছি। ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।'
ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান এর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম মাছুম, ডাকসু ভিপি সাদিক কায়েম, ফেনী-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী-৩ আসনের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, ফেনী-২ আসনের ১১ দলীয় জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া ও একেএম সামছুদ্দিন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, 'দেশে যেভাবে চাঁদাবাজি ও দখলদারিত্ব চলছে, আমরা চাচ্ছি ফ্যামিলি কার্ড নয়, যোগ্যতার ভিত্তিতে কার্ড। কেউ চাঁদা চাইলে আমরা সেই কার্ড দেখিয়ে চাঁদা না দিয়ে প্রতিরোধ করব। দেশের মানুষের অভাব-অনটন দেখার দায়িত্ব রাষ্ট্রের।'
ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম এর সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন জাতীয় ও স্থানীয় নেতারা। ডা. শফিকুর রহমান ফেনীর তিনটি আসনের ১১ দলীয় প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীকও তুলে দেন।
১০৭ বার পড়া হয়েছে