অবশেষে পাওয়া গেল 'নোয়াখালী বিভাগ' করার আশ্বাস
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালী জিলা স্কুল মাঠে শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নোয়াখালীবাসীর কাছে ক্ষমতায় আসলে তাদের দাবিগুলো বাস্তবায়নের অঙ্গীকার করেছেন।
ডা. শফিকুর রহমান বলেন, 'নোয়াখালী বিভাগ চায়, সিটি করপোরেশন চায়। আমরা ক্ষমতায় গেলে ইনসাফের মাধ্যমে আপনারা এই প্রাণের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।' তিনি আরও জানান, হাতিয়া-কোম্পানীগঞ্জ-সুবর্ণচর নদী ভাঙন রোধ, কোম্পানীগঞ্জ-ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
জামায়াত আমির বলেন, যারা দেশকে ভালোবাসতে পারেনি তারা বিভিন্ন অপকর্মে জড়িত। 'যাদের হাতে দেশের জনগণ নিরাপদ নয়, ক্ষমতায় গেলে দেশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে,' মন্তব্য করেন তিনি। তবে তিনি দাবি করেন, দেশের মানুষ এখন ন্যায় ও ইনসাফের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে এবং যুবসমাজ ১৩ জানুয়ারি থেকে নতুন বাংলাদেশ দেখতে মুখিয়ে রয়েছে।
এ সময় তিনি নোয়াখালীর ৬টি আসনে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। পরে চারজন জামায়াত প্রার্থী ও দুইজন জোট প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা ও শাপলা কলি তুলে দিয়ে তাদের পরিচয় করিয়ে দেন।
১০৬ বার পড়া হয়েছে