যমুনা নদীতে গোসলকালে নিখোঁজ বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে গোসলকালে নিখোঁজ হওয়া আট বছরের বাকপ্রতিবন্ধী শিশু আরিফের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর শুক্রবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় জামালপুর ফায়ার সার্ভিস টিম শিশুটির লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলার ধারাবর্ষা এলাকায় বৃহস্পতিবার দুপুরে আরিফ গোসল করতে নামে এবং তখন থেকে তার কোনও খোঁজ মেলেনি। শিশুটির দাদা, ডাঃ আলমগীর হোসাইন বলেন, 'বাড়িটি নদীর তীরবর্তী হওয়ায় আরিফ প্রায়ই গোসল করতে যেত। বৃহস্পতিবারও সে গোসল করতে গিয়েছিল।'
জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোঃ সিদ্দুকুর রহমান জানান, 'রাত সাড়ে ১০টায় নদীতে একটি লাশের খবর পাই। শুক্রবার সকাল ৯টায় আমরা উদ্ধারকাজ শুরু করি এবং স্থানীয়দের সহযোগিতায় আড়াই ঘণ্টার চেষ্টার পর শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি।'
স্থানীয়দের আহাজারিতে আকাশও ভারী হয়ে উঠে। আরিফের পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
১৪৬ বার পড়া হয়েছে