শরীয়তপুরে চুরি করা গরুর মাংস বিক্রির সময় কসাই আটক
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর বাজারে চুরি হওয়া গরুর মাংস বিক্রির অভিযোগে এক কসাইকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
শুক্রবার দুপুরে এ ঘটনায় বাজারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আটক কসাই কাওসার মাদবর জাজিরা উপজেলার কেবলনগর এলাকার বাসিন্দা। তবে অভিযোগের মূল হোতা কসাই আব্দুর রাজ্জাক মাদবর ও তার সহযোগী হেলাল ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
ভুক্তভোগী রশিদ খলিফার স্ত্রী আয়না মতি জানান, বৃহস্পতিবার রাতে তাদের দুটি গরু চুরি হয়। গরুর খোঁজে শুক্রবার বোরখা পরে গঙ্গানগর বাজারের বিভিন্ন কসাই দোকানে যান তিনি। একপর্যায়ে আব্দুর রাজ্জাক মাদবরের দোকানে গরুর চামড়া দেখে নিজের গরু শনাক্ত করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দোকানে ভিড় জমায়। এ সময় আব্দুর রাজ্জাক ও তার সহযোগী হেলাল কৌশলে পালিয়ে যায়।
খবর পেয়ে চিকন্দী পুলিশ ফাঁড়ির এসআই সুজন সিকদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানে থাকা কর্মচারী কাওসারকে মাংসসহ আটক করে থানায় নিয়ে যায়।
এসআই সুজন সিকদার বলেন, 'বিষয়টি ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'
স্থানীয়দের অভিযোগ, কসাই আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে এলাকার গরু চুরি করে বাজারে জবাই করে মাংস বিক্রি করে আসছিলেন। ভয়ভীতির কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পেত না।
গয়ঘর গ্রামের বাসিন্দা নিয়ামত বেপারী জানান, প্রায় আট মাস আগে তারও দুটি গরু চুরি হয়েছিল। এ ঘটনায় তিনি পালং মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন এবং চিকন্দী পুলিশ ফাঁড়িকেও অবহিত করেছিলেন, তবে তখন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার দ্রুত পলাতক আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
১১৫ বার পড়া হয়েছে