নাটোরে শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি রুহুল কুদ্দুস দুলুর
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-০২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু উন্নয়ন ও কর্মসংস্থানের নানা প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেছেন, নির্বাচিত হলে নাটোরের বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিল্প ও গৃহস্থালী গ্যাস সংযোগ সম্প্রসারণ এবং এলাকায় শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করবেন।
শুক্রবার সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুলু জানান, নাটোরে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন।
তিনি বলেন, “আল্লাহ যদি আমাকে বিজয়ী করেন, তাহলে নাটোরের মানুষের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রুহুল আমিন তালুকদার টগর, সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতারা দুলুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
১০৬ বার পড়া হয়েছে