বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আগামী দিনে দল ও সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানান, যেখানে কোনো নাগরিক পিছিয়ে থাকবে না।
শুক্রবার দুপুরে বগুড়ার নাজ গার্ডেনে ডা. জোবায়দা রহমানের উদ্যোগে আয়োজিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে মানবিক ও টেকসই কর্মসূচি গ্রহণ করা হবে। সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের পাশে থাকার আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান।
সভায় সভাপতিত্ব করেন ডা. জোবায়দা রহমান। তিনি তার বক্তব্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নিয়মিত সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় শিশুরা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরে। তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান গভীর মনোযোগ ও আগ্রহ নিয়ে শিশুদের কথা শোনেন এবং তাদের সঙ্গে সময় কাটান।
১০৬ বার পড়া হয়েছে