গোপালগঞ্জ ৭২৪ কয়েদির মধ্যে পোষ্টাল ব্যালটের নিবন্ধন মাত্র ৩৩
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১২:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি চলছে গোপালগঞ্জে।
তবে জেলা কারাগারে বন্দিদের মধ্যে ভোটে অংশগ্রহণের আগ্রহ তুলনামূলক কম দেখা গেছে। কারাগারের মোট ৭২৪ জন কয়েদির মধ্যে মাত্র ৩৩ জন পোষ্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
কারাগার সূত্রে জানা যায়, বন্দিদের মধ্যে ২২ জন নারী এবং বাকিরা পুরুষ। নিবন্ধিতদের মধ্যে ৫ জন নারী ও ২৮ জন পুরুষ রয়েছেন। নিবন্ধনকারী সবাই গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
গোপালগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শওকত হোসেন মিয়া জানান, বন্দিদের ভোটগ্রহণের জন্য কারাগারের ভেতরে দুটি গোপন বুথ স্থাপন করা হবে। তবে এখনো পোষ্টাল ব্যালট কারাগারে পৌঁছায়নি। ব্যালট পেলেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৯ হাজার ৯৯৮ জন ভোটার পোষ্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দিরা রয়েছেন। এখনো ব্যালট পেপার এসে না পৌঁছালেও দ্রুতই তা সরবরাহ করা হবে বলে তিনি জানান।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, পোষ্টাল ব্যালট প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী ও কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
১০৪ বার পড়া হয়েছে