সর্বশেষ

জাতীয়প্রচার শুরুর প্রথম আট দিনেই ৪২ সহিংসতা, উদ্বেগে ভোটের মাঠ
১৫ বছরে শুধু বগুড়া নয়, পুরো বাংলাদেশই বঞ্চিত হয়েছে: তারেক রহমান
টেংরাটিলা বিস্ফোরণ মামলা: ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ
সারাদেশশেরপুরে সংঘর্ষ: রাতভর উত্তেজনা, থমথমে দুই উপজেলা, ইউএনও এবং ওসি প্রত্যাহার
আন্তর্জাতিকইরানে শাসন পরিবর্তনে ‘সুনির্দিষ্ট লক্ষ্যে’ হামলার পরিকল্পনা ট্রাম্পের
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

পাকিস্তান সিরিজ দিয়েই সাকিবকে ফেরাতে চায় বিসিবি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৩:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ সময় পর সাকিব আল হাসানকে আবার জাতীয় দলে ফেরানোর বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে সাকিবকে দলে বিবেচনায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বিসিবি সূত্র জানিয়েছে, ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে নির্বাচকদের জন্য সাকিবকে দলে নেওয়ার পথ উন্মুক্ত থাকবে। ২৪ জানুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিষয়টি আলোচনায় আসে।

সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে বোর্ড নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “বোর্ড সভাপতি সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলছেন। আমরা আশাবাদী, মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে।”

সাকিবের ফেরাটা দেশের হয়ে শেষ সিরিজ কি না—এ প্রশ্নে তিনি বলেন, “আমরা চাই সে আবার খেলুক। এরপর সে কত দিন খেলবে, সেটি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।”

২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের পর থেকে দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। এর আগে জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় দেশে ফিরলে গ্রেপ্তারের আশঙ্কা তৈরি হয়। সে কারণে ২০২৪ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরিকল্পনাও বাস্তবায়ন হয়নি।

আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান বোর্ড শুরু থেকেই সাকিবকে ফেরানোর বিষয়ে আগ্রহী ছিল বলে জানা গেছে। বোর্ড পরিচালকরা অনানুষ্ঠানিক আলোচনায় বিষয়টি তুললেও জানুয়ারির সভাতেই তা আনুষ্ঠানিক রূপ পায়।

পাকিস্তান সফরসূচি অনুযায়ী দলটি মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশে। এরপর পিএসএল শেষে মে মাসে ফিরে এসে খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

বিসিবি সূত্র জানায়, প্রায় এক মাস আগে থেকেই সাকিবের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। এক বোর্ড পরিচালক জানান, সরকারে সাম্প্রতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সাকিব এবার বেশ আত্মবিশ্বাসী।

বিসিবির একাংশের মতে, দেশের ক্রিকেটে সাকিবের অবদান বিবেচনায় নিয়ে তাঁকে দেশের মাটিতে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সুযোগ দেওয়া উচিত।

উল্লেখ্য, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রকাশ্য বিরোধিতার কারণে আগে সাকিবের ফেরার উদ্যোগ থমকে ছিল। তবে বর্তমান সরকারে তিনি না থাকায় এবং আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকায় পরিস্থিতি সহজ হতে পারে বলে মনে করছে বিসিবি।

যদিও সাকিবের বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনগত নিষ্পত্তি এখনো হয়নি, তবু বিসিবি মনে করছে মার্চের আগে সময় যথেষ্ট আছে।

এদিকে নিউইয়র্কে অবস্থানরত সাকিব আল হাসানও জাতীয় দলে ফেরার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আনুষ্ঠানিক মন্তব্য না করলেও তিনি জানিয়েছেন, সরকারের সঙ্গে বিসিবির আলোচনার মাধ্যমে দেশে ফেরার পথ সুগম হবে বলে তিনি আশাবাদী। পাকিস্তান সিরিজেই চোখ তাঁর।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন