কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ১:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের উওরণ হল রুমে আনুষ্ঠানিকভাবে এই লক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত এ খুদা, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত কুড়িগ্রামে মোট ১৩ হাজার ৫০৯টি পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম-১ আসনে ৩ হাজার ৭০৩টি, কুড়িগ্রাম-২ আসনে ৩ হাজার ৯২৩টি, কুড়িগ্রাম-৩ আসনে ২ হাজার ১০১টি এবং কুড়িগ্রাম-৪ আসনে ৩ হাজার ৭৮২টি পোস্টাল ভোট নিবন্ধিত হয়েছে। এছাড়াও কুড়িগ্রাম কারাগারের ১২ জন বন্দি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
এ বিষয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পোস্টাল ভোট গ্রহণ চলবে। পোস্টাল ব্যালটে নির্ধারিত টিক চিহ্নের মাধ্যমে ভোট প্রদান করতে হবে।
১২৭ বার পড়া হয়েছে