পঞ্চগড়ে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সরকারি অডিটোরিয়ামে দিনব্যাপি এই সম্মেলন আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।
দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান। জেলার পাঁচ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা এতে অংশ নেন। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘পরিবর্তনের জন্য হ্যাঁ’। সম্মেলনের সভাপতিত্ব করেন পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রাজিউর রহমান।
প্রধান অতিথি ও উপস্থিত বক্তারা দেশে পরিবর্তনের গুরুত্বের ওপর গুরুত্ব দেন। পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান, জেলা তথ্য অফিসার উজ্জল শীল এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মশারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা ভোটারদের উৎসাহিত করতে বলেন, ১২ ফেব্রুয়ারি আনন্দ উৎসবের মাধ্যমে মানুষ যেন ভোট কেন্দ্রে আসে এবং গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করে। এছাড়া ইমামদের নিজ নিজ এলাকার মানুষদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।
১২৩ বার পড়া হয়েছে