এক ভরি সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকা! ইতিহাসে সর্বোচ্চ
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আজ বৃহস্পতিবার দেশে সোনার দাম নতুন রেকর্ড স্থাপন করেছে। ভালো মানের এক ভরি (২২ ক্যারেট) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বৃদ্ধির কারণে এই উচ্চ দরের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টা ১৯ মিনিটে এই বিষয়টি নিশ্চিত করেছে। নতুন দর সকাল ১০টা ১৫ মিনিটে কার্যকর হয়েছে। এর আগে গত দুই দিনও সোনার দাম বৃদ্ধি পেয়েছে; বুধবার ৭ হাজার ৩৪৮ টাকা এবং মঙ্গলবার ৫ হাজার ২৪৯ টাকা ভরিপ্রতি।
বাজুস জানিয়েছে, মূলত আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য বৃদ্ধিই স্থানীয় দর বাড়ার প্রধান কারণ। আজ বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম সাড়ে পাঁচ হাজার ডলার ছাড়িয়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন, চলমান এই বৃদ্ধির ধারা থাকলে সোনার দাম খুব দ্রুত তিন লাখ টাকার ঘরে পৌঁছাতে পারে।
দেশে করোনার পর গত পাঁচ বছরে সোনার দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের ২১ জুলাই এক ভরি সোনার দাম ১ লাখ টাকা ছাড়িয়ে যায়। গত বছরের ফেব্রুয়ারি ও অক্টোবর যথাক্রমে এক ভরি সোনার দাম ১.৫ লাখ ও ২ লাখ টাকার রেকর্ড স্পর্শ করে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দর বৃদ্ধি এবং বিশ্ববাজারে সোনার উর্ধ্বগতি মিলিয়ে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে