ইসলামী নীতিতেই ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র সম্ভব: চরমোনাই পীর
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশ পরিচালনায় দীর্ঘদিনের প্রচলিত রাজনৈতিক ধারায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর সাহেব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে জেলা শহরের স্বাধীনতার বিজয় স্তম্ভ প্রাঙ্গণে কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই অভিযোগ করে বলেন, লাখ লাখ মানুষের আত্মত্যাগের পরও দেশে দুর্নীতি ও অবিচার বেড়েছে। আন্তর্জাতিকভাবে দুর্নীতির সূচকে বাংলাদেশ একাধিকবার শীর্ষে উঠে এসেছে উল্লেখ করে তিনি বলেন, 'যে নীতি-আদর্শে এত বছর দেশ চলেছে, তাতে মানুষের মৌলিক চাহিদা ও অধিকার নিশ্চিত হয়নি।'
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি সম্ভাবনা তৈরি হলেও ক্ষমতালোভীদের ষড়যন্ত্রে তা ব্যাহত হয়েছে। বিএনপি ও জামায়াতের নেতৃত্ব ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার বিষয়ে অনীহা প্রকাশ করেছে বলেও তিনি মন্তব্য করেন।
বক্তব্যে তিনি বলেন, 'যারা জীবন দিয়েছেন তারা প্রচলিত ব্যবস্থার ধারাবাহিকতা চায়নি, বরং বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ চেয়েছিলেন।' এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দিয়ে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় কুড়িগ্রাম-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুর বখ্ত মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৫৫ বার পড়া হয়েছে