সর্বশেষ

জাতীয়নির্বাচনে জনগণের রায় মেনেই কাজ করবে ওয়াশিংটন: মার্কিন রাষ্ট্রদূত
বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী ভাষা ব্যবহারের অভিযোগ তারেক রহমানের
সারাদেশভোটাধিকার ফিরে পেতে মানুষ জেগে উঠেছে : দুলু
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, তদন্ত শুরু
ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
কুমিল্লায় জামায়াত আমিরের জনসভা ৩০ জানুয়ারি, ব্যাপক প্রস্তুতি
বাসু হত্যা মামলা: মৃত্যুদণ্ড ৫, আমৃত্যু কারাদণ্ড ৪, যাবজ্জীবন ১১ জনের
বস্তাপঁচা রাজনীতি করতে চাই না : গোপালগঞ্জে ডা. শফিকুর
গোবিপ্রবিতে ‘মুলা’ ঝুলিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতীকী প্রতিবাদ
আন্তর্জাতিকপুনেতে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি মোতায়েন: ইরানে সম্ভাব্য হামলা ঘিরে উত্তেজনা
ইরানের ইসলামিক সরকার দুর্বল অবস্থায়: মার্কিন গোয়েন্দারা
খেলাঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা জয়ের খোঁজে ব্যর্থ বাংলাদেশ, ইংল্যান্ডের কাছে বড় হার
ইয়ামালের দুর্দান্ত গোল, আবার শীর্ষে বার্সা
সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে সাংবাদিকদের কাছে অভিযোগ তুলে ধরেন জেলা জামায়াতের নেতারা। তারা দাবি করেন, গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ও ভেঙে ফেলে প্রচারণা ব্যাহত করার চেষ্টা করেছে।

পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালিবাড়ি ও চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বড় মাঠে এসে শেষ হয়। শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জামায়াতকে দমিয়ে রাখা যাবে না। তারা ঘটনাটিকে নিন্দনীয় ও নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন বলে উল্লেখ করেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। তারা দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানান এবং প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানান।

প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেন, “আমরা জানি কারা এ কাজ করছে বা করাচ্ছে। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় নিজেরা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না। কিন্তু বারবার এমন ঘটনা ঘটলে প্রমাণসহ দুষ্কৃতকারীদের আইনের হাতে তুলে দেওয়া হবে।” তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে এসব অপতৎপরতা চালানো হচ্ছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন