কুমিল্লায় জামায়াত আমিরের জনসভা ৩০ জানুয়ারি, ব্যাপক প্রস্তুতি
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কুমিল্লা সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী।
দলটির নেতারা জানিয়েছেন, সফর সফল করতে সাংগঠনিক, নিরাপত্তা ও শৃঙ্খলাবিষয়ক সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। এ সমাবেশে কুমিল্লা মহানগর ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে এক লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে বলে আশা করছেন আয়োজকরা।
এ উপলক্ষে বুধবার (২৮ জানুয়ারি) সকালে নগরীর একটি রেস্টুরেন্টে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আনুষ্ঠানিক বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।
তিনি জানান, জনসভাকে সফল ও সুশৃঙ্খল করতে দলীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।
এছাড়া সফরের দ্বিতীয় দিনে, ৩১ জানুয়ারি, ডা. শফিকুর রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আরেকটি জনসভায় অংশ নেবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
দলীয় নেতারা আশা করছেন, উভয় জনসভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।
১২১ বার পড়া হয়েছে