পর্যটন ও ক্রীড়ার উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: সামন হোসেন
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৮:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামন হোসেন বলেছেন, দেশের প্রধান বিনোদন কেন্দ্রগুলোর সার্বিক উন্নয়ন, স্থানীয় ক্রীড়া সংস্কৃতির প্রচার এবং দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, ফুটবল ও ক্রিকেটের আন্তর্জাতিক ম্যাচ কাভারেজের পাশাপাশি বিচ ফুটবল, সার্ফিং ও ভলিবলসহ স্থানীয় ক্রীড়া ইভেন্টগুলো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তুলে ধরার মাধ্যমে ক্রীড়া ও পর্যটনের মধ্যে শক্তিশালী মেলবন্ধন তৈরি হচ্ছে, যা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে।
মঙ্গলবার বিকেলে কক্সবাজারের সাগরপাড়ে তারকামানের হোটেল লংবীচের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার শাখার বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও আশা প্রকাশ করেন, কক্সবাজার বিএসপিএ ক্রীড়া সাংবাদিকদের প্রধান প্লাটফর্ম হিসেবে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কক্সবাজার বিএসপিএ’র আহ্বায়ক এম আর মাহবুবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহসান সুমনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় পর্যটনে বৈচিত্র্য আনার পাশাপাশি ক্রীড়া সংগঠক ও সাংবাদিকদের যৌথ প্রচেষ্টায় পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি তুলে ধরেন প্রধান অতিথি।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য ইকরাম চৌধুরী টিপু, গোলাম আজম খান, এম. বেদারুল আলম, ছৈয়দ আলম, সাহেদ মিজান ও আজিজ রাসেল। এছাড়া সদস্য তারেকুর রহমান, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম সামসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ক্রীড়া সাংবাদিক কর্মশালার সফল আয়োজন এবং সাম্প্রতিক সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করে সামন হোসেন আগামী দিনে কক্সবাজার বিএসপিএ-কে আরও গতিশীল করে দেশসেরা শাখায় রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।
১৭০ বার পড়া হয়েছে