ফ্যামিলি কার্ডের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : কুমিল্লায় আসিফ
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৮:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লায় সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের দাবিতে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
অনুষ্ঠানে দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড ও ভাতার নামে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা টাউনহল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কার্ডের নামে ভাতা দিয়ে মানুষকে পরনির্ভরশীল করা নয়, বরং তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
বিএনপির সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানির মতো ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেছে। একই ধরনের রাজনীতি করলে অন্য দলগুলোকেও জনগণের রোষানলে পড়তে হবে। আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে বলেও তিনি মন্তব্য করেন।
কুমিল্লা বিভাগ ঘোষণার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এনসিপি ক্ষমতায় এলে এক মাসের মধ্যেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সময়ে অনুমোদিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, যে প্রতীকেই ভোট দেওয়া হোক না কেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে আওয়ামী লীগের ফিরে আসার পথ বন্ধ করতে হবে। একই সঙ্গে ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার’ অভিযোগ তুলে তিনি এর নিন্দা জানান।
পথসভা শেষে কুমিল্লা-৬ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এবং কুমিল্লা-৮ আসনের মনোনীত প্রার্থী শফিকুল আলম (হেলাল)-এর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফজা জাহানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
১৯৫ বার পড়া হয়েছে