কুয়াকাটায় আওয়ামী লীগ নেতার ধানের শীষে ভোট চাওয়ার ভিডিও ভাইরাল
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম হাওলাদার নিজেকে আওয়ামী লীগের সাবেক নেতা উল্লেখ করে বিএনপির প্রার্থী এবিএম মোশারফের পক্ষে ভোট চাচ্ছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, অতীতে বিএনপির কর্মীদের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না এবং এখন তিনি বিএনপি ও এর নেতৃত্বকে সমর্থন করছেন। একই সঙ্গে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ এটিকে রাজনৈতিক বাস্তবতার পরিবর্তন হিসেবে দেখছেন, আবার অনেকে বিষয়টি নিয়ে সমালোচনাও করছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি অংশ বলছেন, বিএনপি বর্তমানে ভিন্নমত ও ভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ রাজনীতির পথে এগোচ্ছে, যার ফলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ধানের শীষের পক্ষে কাজ করছেন।
জানা গেছে, আব্দুর রহিম হাওলাদার ও তার পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং পৌর আওয়ামী লীগের একজন পরিচিত ও সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত।
এ বিষয়ে কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাফর মুসুল্লী বলেন, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস করাই বিএনপির লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা এখন মানুষ হিসেবে মানুষকে মূল্য দিচ্ছি। উন্নয়ন ও শান্তির স্বার্থে সব রাজনৈতিক দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই।’
ঘটনাটি আসন্ন নির্বাচনকে ঘিরে কুয়াকাটার রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
১৮৬ বার পড়া হয়েছে