ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের জন্মদিনে এতিমদের জন্য দোয়া ও খাবার
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন উপলক্ষে দুই শতাধিক এতিমদের নিয়ে দোয়া মাহফিল ও একবেলা খাবারের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন (জুয়েল)-এর উদ্যোগে রুহিয়া ছালেহীয়া দারচ্ছুন্নাত এতিমখানার এতিমদের জন্য কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আগামীর সুন্দর বাংলাদেশের জন্য তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘায়ু কামনা করা হয়। এ্যাডভোকেট জাকির হোসেন জানান, জন্মদিন উপলক্ষে অযথা খরচ না করে এতিমদের সঙ্গে একবেলা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
দোয়া মাহফিলের পর ২ শতাধিক মাদ্রাসার এতিমদের জন্য খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদুর রহমান মুন্না, রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির এই শীর্ষ নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সমর্থক ও নেতাদের মধ্যে উৎসাহপূর্ণ প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে।
১০৭ বার পড়া হয়েছে