সিরাজগঞ্জে বিএনপি'র মিছিলে জামায়াতের হামলার অভিযোগ, আহত ৬
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের বহুলি ইউনিয়নের ডুমুরইছা গ্রামে বিএনপি ও জামায়াতের দুই দলের মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানের শীষের মিছিলে হামলার অভিযোগ তুলেছে বিএনপি। তারা দাবি করেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই হামলায় ৫ থেকে ৬ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিমুল তালুকদার জানান, আহতদের মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন, অন্য ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ভর্তি থাকা একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা জানান, তারা ধানের শীষের মিছিল নিয়ে যাচ্ছিলেন। একই সময়ে পাশ দিয়ে যাচ্ছিল জামায়াতের দাঁড়িপাল্লার মিছিল। এ সময় হঠাৎ হামলা চালানো হয় বলে তাদের দাবি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দেশীয় অস্ত্রসহ ৩-৪শ জন ব্যক্তি স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান এবং আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান।
তবে পাল্টা অভিযোগ করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। তিনি ফোনে জানান, বিএনপির নেতাকর্মীরাই তাদের ক্যাম্পেইনে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাংচুর করেছে এবং ৪-৫ জন আহত হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সদর থানার ওসি জানান, এ মুহূর্তে তাদের কাছে কোনও লিখিত অভিযোগ এখনও পাওয়া যায়নি।
১০৭ বার পড়া হয়েছে