গোপালগঞ্জে নির্বাচনী মাঠে সরব বিএনপি ও ইসলামী আন্দোলন
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৮:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণা জোরালো হয়ে উঠেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন।
দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের চৌরঙ্গী এলাকা থেকে প্রচারণা শুরু করেন গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর। তিনি দোকানপাট ও সাধারণ মানুষের মাঝে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, বিএনপি নেতা মুফশিকুর রহমান রেন্টু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরাসহ দলীয় নেতাকর্মীরা।
অন্যদিকে একই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তসলিম সিকদার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ চালান। তিনি ভোটারদের কাছে দলীয় প্রতীক হাতপাখায় ভোট চান।
প্রচারণাকালে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর বলেন, এবারের নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে। তিনি দাবি করেন, ভোটাররা বুঝে গেছেন অন্য প্রার্থীদের ভোট দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তসলিম সিকদার বলেন, সাধারণ মানুষ দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা চায়। এ কারণেই ভোটাররা হাতপাখা প্রতীকে ভোট দিয়ে চরমোনাই পীর সাহেবকে ক্ষমতায় আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
১০৭ বার পড়া হয়েছে