অন্তর্বর্তী সরকার পে-স্কেল কার্যকর করবে না: জ্বালানি উপদেষ্টা
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জ্বালানি উপদেষ্টা বলেন, পে-কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। তবে এই অন্তর্বর্তী সরকার সেই পে-স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নেবে না। তিনি জানান, ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে প্রস্তাবিত বেতন কাঠামো কার্যকর বা বাতিল—যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে। এ পে-স্কেল তাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছিল, তা নিরসনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার পে-কমিশন গঠন করেছিল, যাতে নির্বাচিত সরকার এ বিষয়ে অপ্রস্তুত অবস্থায় না পড়ে।
উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য ২১ সদস্যের একটি পে-কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন প্রধান জাকির আহমেদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন।
এদিকে, একই দিনে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা জানান, আসন্ন রমজান মাসকে সামনে রেখে সরকার ১০ হাজার টন মসুর ডাল ও ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে। পাশাপাশি র্যাবের জন্য ১০০টি জিপ ক্রয় এবং ৪০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে।
তিনি আরও জানান, সরকার ভোটকে সামনে রেখে কিছু বিশেষ খাতে বরাদ্দ দিয়েছে। এছাড়া সামরিক সরঞ্জাম আমদানির পরিবর্তে দেশেই উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনে জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে