দুর্গম রুমায় পাহাড়ি জনগোষ্ঠীর দুয়ারে দুয়ারে বিএনপি প্রার্থী জেরী
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা রুমায় প্রত্যন্ত এলাকায় দিনব্যাপী নির্বাচনি গণসংযোগ ও প্রচার চালিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।
পাহাড়ি পথ পেরিয়ে সরাসরি ভোটারদের কাছে পৌঁছানোয় স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে রুমা-রোয়াংছড়ি সীমান্তবর্তী খিয়াং জনগোষ্ঠীর খামতাম পাড়া থেকে প্রচার কার্যক্রম শুরু করেন তিনি। পরে দিনভর বিভিন্ন পাড়া ও গ্রামে পথসভা, গণসংযোগ ও মতবিনিময়ে অংশ নেন। এ সময় পাহাড়ি ও বাঙালি—উভয় সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রচারণায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও অংশ নেন। উপস্থিত ছিলেন অধ্যাপক মো. ওসমান গনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মশিউর রহমান মিটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চনা, অধিকার সংকট ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। এসব সমস্যা সমাধানে পাহাড়ি ও বাঙালি সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যেতে চায় বিএনপি।
তিনি আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে পানি সংকট নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি পাহাড়ে স্থায়ী শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের কথাও উল্লেখ করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় কোনো প্রার্থীর সরাসরি উপস্থিতি তাঁদের কাছে নতুন আশার সঞ্চার করেছে। তাঁদের প্রত্যাশা, এবার পার্বত্য এলাকার সমস্যা ও দাবি জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরা হবে।
দিনব্যাপী প্রচার শেষে পাহাড়ি ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগানে মুখর পরিবেশে শেষ হয় বিএনপি প্রার্থীর গণসংযোগ কর্মসূচি।
১২৪ বার পড়া হয়েছে