আজ সাতক্ষীরায় সমাবেশে যাচ্ছেন জামায়াত আমির, লক্ষাধিক সমাগমের প্রস্তুতি
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবাধ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশের প্রত্যাশায় সাতক্ষীরায় বড় ধরনের জনসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জেলা শাখার উদ্যোগে আগামী ২৭ জানুয়ারি আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানায়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সাতক্ষীরাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানা গেছে।
সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শফিকুল ইসলাম মুকুল বলেন, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। জনসভায় দুই লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এদিকে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান জানান, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। এই সমাবেশ সফল করতে সাংবাদিক, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। তার মতে, সাতক্ষীরাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
সমাবেশ ঘিরে ইতোমধ্যে জেলা জুড়ে প্রস্তুতি ও প্রচার কার্যক্রম শুরু করেছে দলটি।
১২১ বার পড়া হয়েছে