নির্বাচন ও শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু করতে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ২:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এবং প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর মৌখিক পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফরোজা আখতার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন স্তরের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া। এ কার্যক্রম ঘিরে কোনো ধরনের অনিয়ম, গুজব বা বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়—সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা নির্বাচন ও নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে সহায়ক হবে বলে উল্লেখ করা হয়।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র ব্যবস্থাপনা, গুজব প্রতিরোধ এবং তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
১১৯ বার পড়া হয়েছে