কুমিল্লা-৪ আসনে হাসনাতকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার মজিবুরের
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ২:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান।
এক ঘোষণায় তিনি জানান, জোটের ঐক্য ও রাজনৈতিক সংহতি আরও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে তিনি ১১ দলীয় জোটের অভিন্ন প্রার্থী হাসনাত আবদুল্লাহর বিজয় নিশ্চিত করতে সক্রিয়ভাবে মাঠে কাজ করবেন বলেও জানান।
মাওলানা মজিবুর রহমান বলেন, এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়; বরং বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থেই তিনি ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন নির্বাচনে জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে রোববার সকাল থেকে দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকায় হাসনাত আবদুল্লাহর নির্বাচনী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন মাওলানা মজিবুর রহমান। এ সময় তিনি সাধারণ ভোটারদের ১১ দলীয় জোটের প্রার্থীকে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
১২৩ বার পড়া হয়েছে