সারাদেশ
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দলটি জোট সরকারের ক্ষমতায় এলে জনগণের সম্পদের উপর কোনো হাত দেয়া হবে না। তিনি আল্লাহর নামে কসম খেয়ে এই প্রতিশ্রুতি দেন।
আল্লাহর কসম, ক্ষমতায় গেলে জনগণের সম্পদে হাত দেবো না: ড. শফিকুর
মেহেরপুর প্রতিনিধি
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দলটি জোট সরকারের ক্ষমতায় এলে জনগণের সম্পদের উপর কোনো হাত দেয়া হবে না। তিনি আল্লাহর নামে কসম খেয়ে এই প্রতিশ্রুতি দেন।
সোমবার দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় এলে বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনের জোট প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়ে জনসভা মাঠ কানায় কানায় পূর্ণ করেন।
ড. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে দুপুর ১.২০ টায় মঞ্চে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং এরপর চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন