পূর্বাচল প্রেসক্লাবের যাত্রা শুরু, ৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় স্থানীয় সাংবাদিকদের জন্য একটি পেশাদার ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পূর্বাচল প্রেসক্লাব।
সোমবার দিনব্যাপী পূর্বাচল সি শেল পার্ক রিসর্টে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ৩৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সময় টিভির সাংবাদিক মো. রাশেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সিনিয়র সহ-সভাপতি এমএস ডালিম, সহ-সভাপতি জাগো নিউজ২৪-এর নাজমুল হুদা ও ডেইলি অবজারভারের সাংবাদিক শাহেল মাহমুদ থাকবেন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একুশে টিভির সাংবাদিক রবিউল ইসলাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা দায়িত্বে থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক মানবকণ্ঠের সম্পাদক এবং অন্যান্য গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
স্থানীয় সাংবাদিকরা আশা করছেন, পূর্বাচল প্রেসক্লাব সত্যনিষ্ঠ সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং স্থানীয় সমস্যা ও উন্নয়নমূলক বিষয়গুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১২৫ বার পড়া হয়েছে