শরিয়াভিত্তিক রাষ্ট্র পরিচালনায় সংবিধান পরিবর্তন জরুরি: মুফতি শুয়াইব
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ-০২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মুফতি শুয়াইব ইব্রাহিম বলেছেন, বিদ্যমান সংবিধান বহাল রেখে শরিয়াভিত্তিক রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।
এজন্য সংবিধান সংশোধন অপরিহার্য এবং এ বিষয়ে একটি সাংবিধানিক আইনি প্রক্রিয়াও বিদ্যমান রয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ জেলা শহরের বিসিক ব্রিজ এলাকার দলীয় কার্যালয়ে নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইশতেহার ঘোষণাকালে মুফতি শুয়াইব ইব্রাহিম বলেন, ১০ দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় এলে গোপালগঞ্জ-০২ এলাকাকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করা হবে। শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্যসেবাসহ সব খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতার মাধ্যমে গোপালগঞ্জ-২ আসনে উন্নয়ন, মানবিক সেবা, শান্তি ও সমৃদ্ধির নতুন অধ্যায় সূচিত হবে। দীর্ঘদিন ধরে চলমান শিক্ষা সংকট, বেকারত্ব, কৃষিখাতের অব্যবস্থাপনা, পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব এবং গোষ্ঠীগত দ্বন্দ্ব নিরসনে তিনি উন্নয়নমুখী ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
ঘোষিত ১০ দফা ইশতেহারে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে- শিক্ষায় গোপালগঞ্জ-২ আসনকে অগ্রগামী হিসেবে গড়ে তোলা, যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, কৃষক ও কৃষিখাতের সার্বিক উন্নয়ন, সবার জন্য সহজলভ্য ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত সুশাসন ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তা জোরদার, গোষ্ঠীগত দ্বন্দ্ব ও সহিংসতা বন্ধে শান্তি-সম্প্রীতির উদ্যোগ গ্রহণ, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর সুরক্ষা ও অধিকার সংরক্ষণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি মোরতাযা হাসান, সদস্য সচিব মুফতি আহমদুল্লাহ, জেলা প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী ইজহারুল ইসলাম, খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি আবুল ফাতাহ, উপদেষ্টা মুফতি মাসউদুর রহমানসহ ওলামায়ে কেরাম ও দলীয় নেতৃবৃন্দ।
১১৬ বার পড়া হয়েছে