সারাদেশ
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-০২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ২৪ বছর ধরে আওয়ামী লীগ তাকে নির্বাচনে অংশ নিতে দেয়নি। এ কারণে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে সাধারণ মানুষ মুখিয়ে আছে।
২৪ বছর ধরে আমাকে নির্বাচন করতে দেওয়া হয়নি : নাটোরে দুলু
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৮:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-০২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ২৪ বছর ধরে আওয়ামী লীগ তাকে নির্বাচনে অংশ নিতে দেয়নি। এ কারণে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে সাধারণ মানুষ মুখিয়ে আছে।
সোমবার সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ইছলা বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। দুলু আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল রাষ্ট্রক্ষমতায় এলে জনগণের সঙ্গে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য আবুল কালাম, নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
১১৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন