ফোনের আইএমইআই পরিবর্তন চক্রের হোতা গ্রেফতার, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর পল্টন এলাকা থেকে মোবাইল ফোনের IMEI (আইএমইআই) নম্বর পরিবর্তনকারী একটি চক্রের অন্যতম হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযানে IMEI পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, একাধিক চোরাই মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আসাদুজ্জামান (৩৮)। শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৭টা ১০ মিনিটে পল্টন থানাধীন গুলিস্তান শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড পাতাল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একটি চক্র চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে সেগুলোর IMEI নম্বর পরিবর্তন করে বিক্রি করছে। তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, প্রয়োজনীয় সরঞ্জামাদি, ১৬টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন ও সরঞ্জামাদির আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আসাদুজ্জামান ও তার পলাতক সহযোগী রাজন শেখ এই IMEI পরিবর্তন চক্রের মূল হোতা। চক্রটির সদস্য সংখ্যা ১০ থেকে ১২ জন। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও লুণ্ঠনের মাধ্যমে মোবাইল ফোন সংগ্রহ করে আসাদুজ্জামান ও রাজন শেখের কাছে সরবরাহ করত। পরবর্তীতে এসব ফোনের IMEI নম্বর পরিবর্তন করে ঢাকাসহ আশপাশের এলাকায় গোপনে বিক্রি করা হতো।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসাদুজ্জামানের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১২৪ বার পড়া হয়েছে