আমার বয়স হয়েছে, অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই : মির্জা ফখরুল
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৮:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশে উদারপন্থী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে জনগণের বাকস্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনী গণসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ উদ্দিন।
মির্জা ফখরুল বলেন, 'বিএনপির কাছে মানুষ নিরাপদ। আমরা জনগণের আমানতের খেয়ানত করবো না। রাজনীতি করে আমরা ব্যক্তিগত সম্পদ গড়িনি; বরং বাপ-দাদার রেখে যাওয়া সম্পদ বিক্রি করে রাজনীতি করেছি।'
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে পরিবারের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা একটি পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি কৃষকদের জন্য দেওয়া হবে ‘কৃষি কার্ড’, যার মাধ্যমে সার, বীজসহ কৃষি উপকরণ ন্যায্য মূল্যে পাওয়া যাবে। এছাড়া স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বেকারদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগ সরকারের সময়েও বিএনপি বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, 'আমরা অতীতে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করেছি। ঠাকুরগাঁওয়ে প্রথম বরেন্দ্র প্রকল্প, ভুট্টা চাষ ও মুরগির খামার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা রয়েছে। বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল।'
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। কেউ কথা বললেই তাকে গ্রেপ্তার করা হতো।
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'আমার বয়স হয়েছে। এটি আমার জীবনের শেষ নির্বাচন। আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।'
সভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১২২ বার পড়া হয়েছে