হাতিয়ায় বিএনপি-আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর ১০ দলীয় জোটে যোগদান
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি, আওয়ামী লীগসহ একাধিক রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী ১০ দলীয় জোটের অন্তর্ভুক্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার ওছখালী এলাকায় এনসিপির কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যুক্ত হন।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান (৪৫) বলেন, “৫ আগস্টের পর আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে হাতিয়ায় যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে, তা আমাকে মুগ্ধ করেছে। উন্নয়ন ও জনস্বার্থের রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে আমি এই জোটে যোগ দিয়েছি।”
নবযোগদানকারী জাহাজমারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের বর্তমান সহসভাপতি মিল্লাত হোসেন বলেন, “হাতিয়ায় বর্তমানে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রতিরোধকে আরও শক্তিশালী করতে এবং এলাকার শান্তি বজায় রাখতে আমি এনসিপিতে যোগদান করেছি।”
এ সময় আরও যোগদান করেন—বুড়িরচর ইউনিয়ন মৎস্য দলের সদস্য সচিব মো. আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়নের উলামা দলের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা ছারোয়ার খান, পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান, জাহাজমারা ছাত্রদলের সভাপতি জামাল উদ্দিন, সাহাদাত হোসেন, বুড়িরচর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. ইদ্রিস বাকের, বুড়িরচরের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আনোয়ার হোসেন, জাহাজমারা ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি সম্রাট আকবর হোসেন, সোনাদিয়া ইউনিয়ন বিএনপির জসিম উদ্দিনসহ আরও অনেকে।
এছাড়া প্রবাসী নাইম উদ্দিন (চরকিং ইউনিয়ন), কাউছার উদ্দিন (জাহাজমারা), মো. আব্দুল্লাহ (জাহাজমারা ২ নম্বর ওয়ার্ড), মো. ইরান উদ্দিন, আব্দুর রহিম (বুড়িরচর ৫ নম্বর ওয়ার্ড), মো. সাহেদ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এনসিপিতে যোগ দেন।
এনসিপি নেতৃবৃন্দ জানান, এই যোগদানের মধ্য দিয়ে হাতিয়ায় দলটির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠায় নতুন গতি আসবে।
১৫০ বার পড়া হয়েছে