নিখোঁজের তিন দিন পর কৃষিবিদ শহীদুল ইসলামের মরদেহ উদ্ধার
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নিখোঁজের তিন দিন পর পটুয়াখালীর মহিপুর থানার সেরাজপুর গ্রামের বাসিন্দা কৃষিবিদ শহীদুল ইসলাম (৪২)-এর মরদেহ মাদারিপুরের শিবচর উপজেলার সূর্যনগর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার মরদেহ উদ্ধারের খবর পৌঁছালে তার গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম বুধবার সকালে ঢাকার গুলশান এলাকায় ব্যাংক সংক্রান্ত কাজ শেষ করে বরিশালের উদ্দেশে রওয়ানা দেন। দুপুরের পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার কোনো সন্ধান না মেলায় পরিবার উদ্বেগে দিন কাটাচ্ছিল।
শহীদুল ইসলাম মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সিআইএমএমওয়াইটি (CIMMYT)-এ গবেষণা ও উন্নয়ন সমন্বয়কারী হিসেবে কর্মরত ছিলেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক শেষ করা এই কৃষিবিদ ছাত্রজীবন থেকেই মেধাবী হিসেবে পরিচিত ছিলেন।
নিহতের পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই পুত্রসন্তান। বড় ছেলের বয়স আট বছর এবং ছোট ছেলের বয়স তিন বছর। তার বাবা-মা দুজনই জীবিত আছেন। একমাত্র ভাই এরশাদুল ইসলাম একটি ব্যাংকে কর্মরত। কয়েক বছর আগে তার একমাত্র বোন সড়ক দুর্ঘটনায় নিহত হন।
নিহতের খালাতো ভাই রনি দফাদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের পর থেকে শহীদুল ইসলামের খোঁজে স্বজনরা নানা জায়গায় যোগাযোগ করছিলেন। মরদেহ উদ্ধারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ তৈরি হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় নিহতের স্বজনরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
১৫৭ বার পড়া হয়েছে